1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবা আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবা আটক

আনোয়ারা সংবাদ দাতা :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ২৪৩ বার

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় দেড় কোটি টাকার ইয়াবাসহ মোহাম্মদ সৈয়দ (৬১) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)এর সদস্যরা।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ৪৮ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সৈয়দ আনোয়ারা থানাধীন পশ্চিম রায়পুর এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।
র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, কতিপয় মাদক ব্যবসায়ী আনোয়ারা থানাধীন দোভাষী বাজারের একটি সিএনজি গ্যারেজের ভিতর মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন খবর পেয়ে শনিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ সৈয়দ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা। তার কাছ থেকে ৪৮ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সৈয়দ দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে মাদক পাচার করে আসছে।

উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে আনোয়ারা থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net