হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদের ২০১৭-২০২১ মেয়াদকালের সংরক্ষিত মহিলা সদস্য ও ওয়ার্ড সদস্যগণের বিদায় এবং ২০২২-২০২৬ নব এবং পূণরায় নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও ওয়ার্ড সদস্যগণের বরণ অনুষ্ঠান সম্পন্ন হলো আজ।
মেখল ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিগত মেয়াদের চেয়ে আরো সচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন নব নির্বাচিত এবং পূণরায় নির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে মেখল সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সালাউদ্দীন চৌধুরী চেয়ারম্যান বলেন- সবার সহায়তা পেলে মহান আল্লাহ পাকের দয়ায় আমরা সমৃদ্ধ মেখল গড়তে সচেষ্ট হবো ইনশাআল্লাহ।’