র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার তিতাসে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের অয়োজনে গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উক্ত স্কুল এন্ড কলেজে মাঠে এসে শেষ হয়।
র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নরুল আফসার, মো.আলা উদ্দিন প্রধান, ফারহাতুল হাসান (নাহিদ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসিম সরকার, মো. জাহিদ মিয়া, মো. শাওন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. তানহার সরকার, মেহেদী হাসান মারুফ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন, ও কলেজ ছাত্রলীগের নেতারা।
পরে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।