কুমিল্লার তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকারের প্রথম কার্যদিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় কলাকান্দি বাজারস্থ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব কাজী কামাল উদ্দিন, নবনির্বাচিত সকল সদস্য বৃন্দ ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক করিম মুন্সিসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের পূর্বে এক আলোচনা সভায় নবনির্বাচিত চেয়ারম্যান ইব্রাহিম সরকার বলেন ইউনিয়নকে মাদক, সন্ত্রাসমুক্ত করতে হলে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দুর্গ গড়ে তুলে হবে। এছাড়াও তিনি অবকাঠামো উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন।