ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভাধীন আলীয়াবাদ মধ্যপাড়া (মদন মেম্বারের বাড়ির সামনে) গোপালপুরগামী একটি অটোরিক্সা রাস্তার পাশের খালে পড়ে ২ শিশুসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে।
শুক্রবার আনুমানিক সকাল সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষ এ খালের দুপাশে রেলিং দেয়ার আশ্বাস দিয়েছিল কিন্তু নিয়মিত দূর্ঘটনা ঘটলেও এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
ফের দুর্ঘটনা এড়াতে আলীয়াবাদ গ্রামের ঝুঁকিপূর্ণ খালের দুপাশের রাস্তায় রেলিং এবং ট্রিষ্ট লাইন লাগানোর জন্য এলাকাবাসি পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতনমহল।