গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৬তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা ক.খ.গ সকলশাখা সমূহের উদ্যোগে বর্ণাঢ্য মোটর র্যালী বের হবে আগামি ১৮ জানুয়ারি মঙ্গলবার।
এ উপলক্ষ্যে ৩ জানুয়ারি সোমবার রাউজান উপজেলা সদর একে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে বর্ণাঢ্য মোটর র্যালী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য মোটর র্যালী উদযাপন কমিটির সচিব আবু আক্কাস মানিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য আব্দুল মালেক সওদাগর,রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, ইউছুপ আলী,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয়কারী জাকের হোসেন মাষ্টার,সালাউদ্দিন, মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী,মামুন মিয়া,আলী মাষ্টার, সাদিকুজ্জামান শফি,জাফর উল্লাহ্ চৌধুরী, সেলিমুল হক রুবেল,জাহাঈীর মাষ্টার,তৌহিদুল আলম,সাজ্জাদ হোসেন,মাষ্টার সহিদুল আলম, মোরশেদুল আলম,দৌলত খাঁন,কাজী আসলাম উদ্দিন, মাওলানা সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ রাকিব প্রমুখ। র্যালীটি রাউজানের উত্তরসর্তা দরগাহ্ বাজার থেকে শুরু হয়ে রাউজান উপজেলা সদর হয়ে হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে পাহাড়তলী চৌমুহনী হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়ক হয়ে পুনরায় নোয়াপাড়া পথের হাট হয়ে রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে রাউজান সুর্যসেন চত্বর হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক হয়ে রাউজানের রাউজান সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হবে সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।