৭ নং রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্যদের বিদায় সংবর্ধনা ও নব- নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য সদস্যাদের বরণ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৪ জানুয়ারি সোমবার সকলে ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান বি.এম. জসিম উদ্দিন হিরু। যুবলীগ নেতা মাকসুদুল আলমের সঞ্চালনায় বরণ ও বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে বাবলা বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাধন পালিত, বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোজাফফর সালাম মবিন, আবদুল কাদের মুন্না, মুজাম্মেল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের, ব্যাংকার ইদ্রিস, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসহাক ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, ইউপি সদস্য ফজলুল কাদের, প্রভাষ বড়ুয়া, আবদুল নবী, শাহাবুদ্দিন, ফোরকান মেম্বার, জহির উদ্দিন, সাইফুল আলম, দীলিপ কুমার দে, মোজাম্মেল প্রভাত পাল কালু, ইখতিয়ার উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। পরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও নবাগত ইউপি সদস্যদের ফুল বরণ করেন ইউপি সচিব বাবলা বড়ুয়া। পরিষদের প্রথম সভায় ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন প্রভাত বড়ুয়া।