রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন ২৯২১ এর নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। (১৩ জানুয়ারি ২১) সকাল ১০ টায় উপজেলা টাউন হলে ৩ ইউনিয়নের নবর্নিবাচিত সদস্যগণের উপস্থিত ছিলেন। সঞ্চলনায়ঃ রতন কুমার ইউএনও অফিস। এর পর শুরুতে ধর্মীয় গীতা পাঠ, বিমল কান্ত দে, বাইবেল পাঠ ঘিলাছড়ি রবার্ট ত্রিপুরা, কোরান তেলোয়াত মোঃ হাফেজ হাবিব উল্লাহ ও ত্রিপিটক পাঠ মংথ মাস্টার।। উল্লেখ্য, ৩ ইউপি নির্বাচনের নবর্নিবাচিত সদস্যগণকে উপজেলা প্রশাসন পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবু উবাচ মারমা সভাপতিত্ব শান্তুুনা কুমার দাশ, আরো উপস্থিত, রাজস্থলী ওসি মোঃ জাকির, ভাইস-চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস- চেয়ারম্যান উচসিং মারমা, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, প্রেস ক্লাবের সভাপতি, মোঃ আজগর আলী খান, সহ-সভাপতি চাউচিং মারমা,সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা, ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিমং মারমা ১নং ঘিলাছড়ি চেয়ারম্যান রর্বাট ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, নবনির্বাচিত সকল সদস্যাগণ, উপজেলা দপ্তরে কর্মকর্তা কর্মচারীগণ, প্রি ন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম মিডিয়ায় সহ স্থানীয় এলাকায় জনসাধারণ বৃন্দ।
ইউএনও শান্তুুনা কুমার দাশ নবনির্বাচিত ইউপি সদস্যদের উদেশ্য বলেন,আপনারা জনগনের সেবক হিসেবে কাজ করবেন জনগণের সুখে দুঃখের কথা শুনুন এবং সেবা করেন, এলাকায় উন্নয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে ভূমিকা অব্যহত রাখবেন। সর্বশেষে প্রধান অতিথি উবাচ মারমা বলেন,আমিও একজন আপনাদের মত জনগনের নির্বাচিত প্রতিনিধি হয়ে, জনগনকে সাধ্যমত সেবা করে যাচ্ছি। এবং আপনারা ও আমার উপজেলা অফিস হতে যেকোন কাজে সমন্বয় রেখে সেয়ার করে কাজ করবেন, যতটুকু পারি আমিও আপনাদের কে সার্বিক সহযোগিতায় করব। জনগণ কে সুখে দুঃখে সেবা করে যাওয়ার জন্য আহবান করেন। শেষে সভাপতিত্ব ইউএও সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ইউপি সদস্যগণদের অনুষ্ঠান সমাপ্তি করেন।