সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়ন (ইউপি) নির্বাচনে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাসান মাহমুদ শাকুরের এক কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে মৌডুবি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
হামলার শিকার ওই কর্মীর নাম রাসেল গাজী (৩৭)। স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতবস্থায় মঙ্গলবার সকালে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মৌডুবি বাজারের ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে রাসেল গাজীকে অহতবস্থায় উদ্ধার করা হয়। আহত রাসেল গাজী বলেন, মাফলার দিয়ে মুখ বাঁধা ৭-৮ জন সন্ত্রাসী তার ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। বেধড়ক মারধর করে তাকে গুরুত্বর আহত করে ফেলে যায়। পরে বাজার থেকে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। আমি দুইজনকে চিনতে পারি।
চশমার চেয়ারম্যান প্রার্থী হাসান মাহমুদ শাকুর বলেন, ‘আমার কর্মীর ওপর পরিকল্পিতভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাঙ্গাবালী থানায় এবং রিটার্র্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রতিনিয়ত আমার নির্বাচনী প্রচারে বাঁধা দেওয়া হচ্ছে। আমার কর্মী-সমর্থকদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহমুদ হাসান রাসেল বলেন, ‘হামলা কিনা এটা পুলিশ প্রশাসন অনুসন্ধান করছে। এটা সম্পূর্ণ একটা নাটক সাজিয়েছিল। ওরা ধরা খেয়ে গেছে। এর আগেও একটা নাটক করেছে, তাও ধরা খেয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
সাধারণ জনগণের মধ্যে একটা ক্ষোভ বিরাজমান,তারা এই ঘটনার পর সুষ্ঠু ভাবে ভোট দিতে পারবে কি না তা নিয়ে সংশয়ে আছে। যেখানে নৌকা প্রতিকের কর্মী-সমর্থকরা প্রকাশ্যে এবং গোপনে প্রতিপক্ষের উপর হামলে পরে।