1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম ছিন্নমূলে র‌্যাবের অভিযান- অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ আ. লীগ নেতা বললেন, ‘ভোটের ওপর মানুষের বিশ্বাস উঠে গেছে,, সারা দিনে ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার নির্বাচনী সভায় বক্তব্যে – কামরুল হাসান । ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস তিতাসে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে ইটভাটায় নারী শ্রমিকের আত্মহত্যা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাঁওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা কুবি শিক্ষককে ঘুষি মারলেন প্রক্টর; অপসারণ চেয়ে প্ল্যাকার্ড হাতে একক অবস্থান চন্দনাইশে মোবাইল কোটের অভিযানে স্কেভেটর-পিকআপ জব্দ চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

চট্টগ্রাম ছিন্নমূলে র‌্যাবের অভিযান- অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১১৩ বার

চট্টগ্রাম জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) আস্তানায় আবারও র‌্যাবের অভিযান। অভিযানে এক ডজন দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পাশাপাশি ৫ সন্ত্রসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ। এর আগে শনিবার রাতে পরিচালিত সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরের অভিযান তদারকি করেন তিনি।

এসময় র‌্যাব রফিকুল ইসলাম মালু, সিরাজুল ইসলাম মোহাম্মদ হাসান, জামাল শেখ ও মিজানুর রহমান কদর নামে ৫ সন্ত্রাসীকে পাকডাও করে। জাামল শেখ ও মিজানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি করে মামলা রয়েছে। হাসান ৭টি ও সিরাজ ৫টি মামলার আসামি। রফিকুল ইসলাম মালুর নামে ৪টি মামলা রয়েছে।

অভিযানে র‌্যাব ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি বিদেশী আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড গুলি ও একটি ধারালো ছুরি, মিলিটারি গেজেট, মিলিটারি পোশাক, মিলিটারি বাইনোকুলার ও অবৈধ ধাতব মুদ্রা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব অভিযানে গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি গুলি ছোড়াঁ হয়। আত্মরক্ষায় র‌্যাব ১২৯ রাউন্ড গুলি ছোঁড়ে বলে জানায় র‌্যাব। রাত ৯টায় শুরু হওয়া অভিযান চলে রাত ৩টা পর্যন্ত।

আটক সন্ত্রাসীদের নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে কারাগারে থাকা সন্ত্রাসী মশিউরের ছেলে শিবলুর নেতৃত্বে র‌্যাবের ওপর হামলা হয় জানিয়ে র‌্যাব অধিনায়ক বলেন, একদল অস্ত্রধারী সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে, লাঠি সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র‌্যাবের উপর অতর্কিত আক্রমন করে। এসময় তারা গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে পাহাড়ী এলাকা থেকে গুলি বর্ষণ শুরু করে। এই পরিস্থিতিতে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীরা গুলি করতে করতে দূর্গম পাহাড়ের দিকে পালিয়ে যায়। নিজেদের জীবন ও অস্ত্র ও গোলাবারুদ রক্ষার্থে র‌্যাবও বিভিন্ন অস্ত্র দ্বারা ১২৯ রাউন্ড গুলি বর্ষণ করে।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে র‌্যাব এলাকাটিকে ঘিরে রেখে পরবর্তীতে অধিক ফোর্স নিয়ে সন্ত্রাসীদের আস্তানায় ব্যাপক তল্লাশী শুরু করে। অভিযানটি রাত ৩টা পর্যন্ত চলতে থাকে। সন্ত্রাসীদের আক্রমন ও ইট পাটকেল ছোঁড়ায় কয়েক জন র‌্যাব সদস্য কিছুটা আঘাতপ্রাপ্ত হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করতে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানায় র‌্যাব।

প্রসঙ্গত, গত বছর ৬ ডিসেম্বর রাতে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ কাজী মশিউর রহমাকে গ্রেফতার করে র‌্যাব। মশিউর নিজেকে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে পাহাড়ে খাসজমি দখল করে কেনাবেচা এবং সেখানে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ আছে। থানায় আছে তার নামে ২৭টি মামলা।

মশিউর গ্রেপ্তার হওয়ার সময় কোমরে একটি বিদেশি পিস্তল ছিল। হাতে থাকা ব্যাগ থেকে একটি ওয়ান শ্যুটার গান, দু’টি এলজি, একটি দোনলা বন্দুক, একটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছিল র‌্যাব। ২০১৭ সালের ২৩ অক্টোবর মশিউরকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল র‌্যাব। সে সময় গ্রেফতার এড়াতে মশিউর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম