মৃদু বাতাস। নাতিশীতোষ্ণ আবহাওয়া। মাঠের প্যান্ডেল ছাড়িয়ে বাইরের খালি জায়গায়, রাস্তা-ঘাট, পাশ্ববর্তী বসতঘরের উঠানে-ছাঁদে, চারদিকে লোকে লোকারণ্য। লক্ষাধিক মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখরিত বড়হাতিয়া আখতরাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ কমপ্লেক্স। শনিবার আছরের নামাজের আগ মুহূর্তে প্রায়ই ঘন্টাখানেকের আখেরি মোনাজাতে ভারত, ফিলিস্তিন, কাশ্মীর, বার্মা সহ বিভিন্ন দেশের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
এতে মোনাজাত পরিচালনা করেন বাইতুশ শরফ দরবারের রাহবার আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া আখতরাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ এর প্রতিষ্ঠাতা শাহ মাওলানা মীর মুহাম্মদ আখতার (র.) ও বায়তুশ শরফের রূপকার মরহুম মাওলানা শাহ আব্দুল জব্বার (র.) এর ৩ দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলে শনিবার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার লোকজনের সমাগম হয় বায়তুশ শরফ কমপ্লেক্সে।
এদিন সকাল থেকে দেশের শীর্ষ আলেমদের আলোচনা চলে মোনাজাতের আগ মুহুর্ত পর্যন্ত। বিজ্ঞ আলেমদের আলোচনায় উঠে আসে বায়তুশ শরফ শিরক ও বিদআত মুক্ত একটি দরবার। সারাদেশে তাদের কার্যক্রমের ছড়িয়ে দিতে পারলে দেশে ভন্ড পীরদের আর জায়গায় হবেনা।