চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ হাজার পাঁচশত পনেরো পিস ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গত ২৭/০২/২২ইং গভীর রাতে এস.আই(নিরস্ত্র)খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চন্দনাইশ পৌরসভাস্থ গাছ বাড়িয়া সড়ক ও জনপথ অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অস্থায়ী চেকপোস্ট চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ থানাধীন কোনার পাড়ার ১।সাহারা বেগম প্রঃআয়শা(২২)স্বামীঃমো.আব্দুর রশিদ।২।আব্দুর রাজ্জাক(২৫)পিতাঃআব্দুল মজিদ।৩।মো.রাসেল(৩০)পিতাঃমান্নান মিয়া।সাং পাঁচ খোলা,থানা মাদারীপুর।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।