মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান, তথ্য কর্মকর্তা নাছিমা আক্তার লাকি, প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ, শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক মোঃ কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা দেবনাথ। ‘খ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিয়া মনি ও ‘গ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী শুভ চক্রবর্তী।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মারিয়ম এবং ‘খ’ বিভাগে নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ খালেদ আহমেদ।