শ্রীনগর প্রস ক্লাব উপমহাদশর বরণ্য সাহিত্যিক ও সাংবাদিক ফয়জ আহমদ এর বার তম মত্যু বার্ষিকী উপলক্ষ স্মরণ সভা অনুষ্ঠিত হয়ছ। রবিবার বিকাল ৪টায় শ্রীনগর প্রস ক্লাব মিলনায়তন অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা শ্রীনগরর বাসাইল ভাগর সÍান ফয়জ আহমদ এর জীবনী ও কর্ম তুল ধরন।
শ্রীনগর প্রস ক্লাবর সভাপতি মাঃ নজরুল ইসলামর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় স্মতি চারণ করন তমাসিক নতুন দিগÍ পত্রিকার নির্বাহী সম্পাদক মাজহারুল ইসলাম, লখিকা তাহরা বগম জলি, ইসলামী ব্যাংকর পরিচালক ও লখক জয়নাল আবদীন। এসময় আরা বক্তব্য রাখন বাংলাদশ শিক্ষক কর্মচারী ঐক্যজাটর মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর খাঁন, কষি ব্যাংকর সাবক ডিজিএম এস এম এ খালক, শ্রীনগর প্রস ক্লাবর সাবক সভাপতি হাফিজুল ইসলাম খাঁন, শ্রীনগর কল্যান সমিতির সভাপতি মাশারফ হাসন, শ্রীনগর প্রস ক্লাবর সিনিয়র সহ সভাপতি আরিফ হাসন, সাধারণ সম্পাদক রজাউল করিম রয়ল সহ প্রমুখ।