1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ার সোনাকানিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে আবারও হামলা, আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

সাতকানিয়ার সোনাকানিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে আবারও হামলা, আহত ৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩৯ বার

ইউনিয়ন পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে সাতকানিয়ার নির্বাচনী পরিবেশ। পক্ষে বিপক্ষে অভিযোগ আর হামলা সংঘর্ষের ঘটনায় ভোটারদের মাঝে বিরাজ করছে আতংক।

আর সবচেয়ে আতংক বিরাজ করছে ১৭ নং সোনাকানিয়া ইউনিয়নে। যেখানে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের সেলিম উদ্দিনের উপর হয়েছে একাধিক হামলা। গারাঙ্গিয়ায় ৪ টি ওয়ার্ডে প্রচারণায়য় যেতে দিচ্ছে না। নেতৃত্বে খোদ নৌকার প্রার্থী জসিম উদ্দিন।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গারাংঙ্গিয়ার আলুরঘাট এলাকায় প্রচারণায় যায় সেলিম উদ্দিনের একটি গাড়িবহর। সেখানে তিনি হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন।

সেলিম উদ্দিন বলেন, আজ বিকেলে আমি ইউনিয়নের ৭ নং ও ৮ নং ওয়ার্ডে প্রচারণা চালাতে যাই। সেখানে আগে থেকে জসিম উদ্দিন ও তার দলবল আমাদের উপর লাঠি, রড ও দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে ৫ জন কর্মী আহত হয়েছে। ৫টি সি এন জি ভাংচুর করে।

তবে অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী জসিম উদ্দিন বলেন, এগুলো সব মিথ্যা কথা।আমি মিটিংয়ে আছি। পরে কথা বলবো।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি গারাঙ্গিয়া দরবার শরীফ থেকে জিয়ারত শেষে প্রচারণা শুরু করলে নৃশংস হামলায় আহত হন ১৫ জন, ১২টি মোটরসাইকেল, ৮ টি সিএনজি ভাংচুর ও ১২ টি মোবাইল ছিনতাই করে সি আর মামলা নং ৫৬/১২ তাং ২৭/ ১/২০২২ প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী।যেখানে ২০টি মোটরসাইকেল ও ৫টি সিএনজি অটোরিকশা ভাঙ্গচুর করে ২৯ লক্ষ টাকার ক্ষতি করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net