কক্সবাজারের ঐতিহ্যবাহী ও প্রাচীণতম বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিদ্যালয় অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক হাবিবুল্লাহ খালেদ এবং মোজাম্মেল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।
শিক্ষার্থী তারেকুল ইসলামের কন্ঠে কোরআন তেলাওয়াত এবং সুজয় দে’র কন্ঠে গীতা পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা আরম্ভ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।