চট্টগ্রাম চন্দনাইশে পতিত জমিতে সেচসুবিধা দিয়ে আবাদের আওতায় এনে কৃষি সমৃদ্ধি অর্জনের লক্ষে খনন করা হচ্ছে প্রায় ১০ কিলোমিটার খাল।চট্টগ্রাম ১৪ আসন এর সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ঐক্যান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনায় এসএসিসি এর অর্থায়নে খাল খনন কার্যক্রম এগিয়ে চলছে। দীর্ঘদিন যাবত চন্দনাইশের অধিকাংশ খাল খনন না করার ফলে পানি চলাচল অস্বাভাবিক হয়ে পড়ে।স্থানীয় সংসদ সদস্য বিষয়টি অনুধাবন করে খাল খননের উদ্যেগ গ্রহন করেন যার ফলে চলতি অর্থবছরে ৬৩ লক্ষ টাকা ব্যায়ে যত খালের ৫ কি.মি. ১১ লক্ষ টাকা ব্যয়ে, লেমনী খাল ২ কি.মি. ১১ লক্ষ টাকা ব্যয়ে, গুল্যাছড়ি খাল ২ কি.মি. খনন কাজ এগিয়ে চলছে।এক সময়ে ভরাট হয়ে যাওয়া এসব খাল পূর্ণ খননের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানি সঙ্কট এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দুরিকরণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে স্থানীয় কৃষকরা।আলাদা ৩ টি প্রকল্পের আওতায় প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনায় এসএসিসি’র অর্থায়নে এসব খালের খনন কাজ এগিয়ে চলছে।খাল খননের ফলে চন্দনাইশ উপজেলার বরমা শেবন্দী,যতরকূল,সাতবাড়িয়া,বাইনজুরী সহ বিশাল এলাকা যতখাল খননের ফলে বর্ষাকালে পানিমুক্ত ও শুষ্ক মৌসুমে উক্ত এলাকার জমি চাষাবাদের আওতায় আসবে। একইভাবে চন্দনাইশ পৌরসভা ও জোয়ারা ইউনিয়নের গুল্যাছড়ি লেমনী খাল খননের ফলে বিশাল এলাকার ফসলি জমি চাষাবাদের আওতায় আসবে।এলাকার প্রায় ২০ টি গ্রামের মানুষ সেচ সুবিধা ভোক করতে পারবে।