কুমিল্লার চৌদ্দগ্রামে সমবায় সমিতি আইন ও বিধিমালা মোতাবেক সমিতি পরিচালনা, আত্ম-কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী প্রকল্প প্রণয়ন শীর্ষক ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন। উপজেলা সমবায় কর্মকর্তা ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ শেফাউল আলম, জেলা সমবায় কার্যালয়ের তাঁত বিশেষজ্ঞ ও কোর্স পরিচালক তুষার কান্তি ভৌমিক, মৌসুমী দাস প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।