রাহেনা আকতার, সে সিতাকুন্ড চিন্নমুল বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। শুক্রবার (৪ মার্চ) দুপুরে তার বিয়ে, চলছিল বিয়ের তোড়জোড়। তবে বিয়ের সম্মতি ছিলনা তার, তাই বিয়ের আগের দিন নিজেই ইউএনওকে ফোনে করে বিয়ে বন্ধ করালেন এই শিক্ষার্থী। (৩ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর আজিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিনুল হাসান জানান, একজন ছাত্রী মুঠোফোনে অবহিত তার বিয়ের আয়োজন করেছেন মা-বাবা। আমি ভুজপুর থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দীন ফারুকীসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি মেয়েটির বয়স ১৫ বছর। একেতো বাল্যবিবাহ অন্যদিকে মেয়েটির এই বিয়েতে সম্মতি নেই। মেয়েটি আমাদের জানায়, লেখাপড়া চালিয়ে যেতে চাই সে। তাই আমরা মেয়েটির লেখাপড়ার দায়িত্ত্ব নিই এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিয়ে দেবে না মর্মে তার মা-বাবার কাছ থেকে মুছলেখা নেয়া হয়।