জেলার রামগড়ে করোনার প্রার্দুভাবের কারণে ক্ষতিগ্রস্থ মেধাবী, গরীব অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থী এবং কিডনী, ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়া, লিভারসিরোসিসে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় রামগড় শহর সমাজসেবা অফিসের আয়োজনে ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে রামগড় সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আর্থিক অনুদানের চেক প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।
শহর সমাজসেবা কর্মকর্তা মো.আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ জয়নুল আবেদীন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্যান্সার, কিডনি, স্ট্রোকে প্যারালাইজড, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ও ৬৫ জন মেধাবী, গরীব, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৩ হাজার ৫০০ শত টাকা করে মোট ৬ লক্ষ ২৭ হাজার ৫০০ শত টাকার চেক প্রদান করা হয়।
এসময় মেধাবী শিক্ষার্থী ও রোগীদের স্বজন সহ শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।