বাংলাদেশের মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রজন্মের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাটহাজারীতে।
হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলায় উপজেলা নির্বাহী অফিসার মো শাহিদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
সেবা প্রদানকারী বিভাগীয় দপ্তর ছাড়াও বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং এনজিও মেলায় অংশ নেয়।
২১ মার্চ শুরু হওয়া এই সুবর্ণজয়ন্তী মেলায় প্রায় ৩০টি স্টল বরাদ্দ ছিলো। শিক্ষার্থী, পরিষদে সেবা গ্রহণে আসা লোকজন এবং নানা পেশার মানুষ স্টলগুলো পরিদর্শন করেছেন।