খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপুর উপর পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার ( ১ মার্চ ) বিকাল সাড়ে তিনটায় আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুকে হত্যার উদ্দ্যোশে তাঁর বহনকারী সরকারি গাড়িতে হামলা ও এ ঘটনার পেছনে ইন্দনদাতা ও ষড়যন্ত্রকরীদের চিহিৃত করার দাবীতে শ্লোগান দেয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গতকাল দুপুর সাড়ে তিনটায় জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু অফিস থেকে বাড়ি ফেরার পথে গাড়ির উপর অতর্কিত হামলা করার চেষ্টা করা হয়। হামলাকারীকে ধরে আইন শৃঙ্খালা বাহিনীর হাতে তোলে দেয়।