সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে কাজে নেমেছেন হাওরের কৃষক।
মঙ্গলবার (২৯ মার্চ) সকালে সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের উত্তরপাড়া ব্রীজ থেকে
হইতে কাইলাহানি হাওরের পূবপাড় পযর্ন্ত প্রায় ৪ কি.মি এবং কাইলাহানির পশ্চিম পাড় হয়ে রুই হাওড় পযর্ন্ত প্রায় ৫ কি.মি রাস্তা স্থানীয় অর্ধশতাধিক কৃষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বেচ্ছাশ্রমে এ মেরামত কাজ শুরু করেন।
জানা যায়, রুই কাল্যাইনী হাওরে সদর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের ১০/১২টি গ্রামের পনের শতাধিক কৃষক বোরো ধান চাষ করেন। হলিদাকান্দা উত্তরপাড়া ব্রীজ থেকে শয়তানখালী খাল হয়ে রুই-কাইল্যানী হাওরে চলাচলের প্রায় তিন কিলোমিটার গোপাটে সহজেই পানি জমে থাকায় যাতায়াতের দুর্ভোগ তৈরি হয়। ফলে বৈশাখে ধান কাটা শুরু হলেই ধান পরিবহন নিয়ে স্থানীয় কৃষকেরা চিন্তিত হয়ে পড়েন। পরিবহন খরচ বেশি হওয়ায় অনেক কৃষক হাওরেই কম দামে ধান বিক্রি করতে বাধ্য হন। তাই দীর্ঘ বছর ধরে এসব ভোগান্তি থেকে রেহাই পাওয়ার জন্য হাওরের গোপাট থেকে এলাকার প্রধান উঁচু সড়ক পর্যন্ত মাটি ভরাট করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার সকাল থেকে মাটি ভরাটের কাজ শুরু হলে সদর ইউনিয়নের ইউপি ৫নং ওয়াডের ইউপি সদস্য আবদুল মন্নাফ,আবদুল হেকিম, সাজাহান, মোঃ সিরাজ, এস.এম রহমত, ফারুক আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তা পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, ‘শয়তানখালী খালের ওপর সেতু না থাকায় হাওর থেকে ধান আনতে গিয়ে সমস্যায় পড়তে হয়। তাই খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি জানাই।’
স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ বলেন,দীর্ঘ বছর ধরে এসব ভোগান্তি থেকে রেহাই পাওয়ার জন্য এলাকার জনপ্রতিনিধিসহ অনেকের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু কেউ উদ্যোগ নেননি। তাই নিজেরাই উদ্যোগটা নিয়েছি।
৫নং ওয়াডের ইউপি সদস্য আবদুল মন্নাফ বলেন, রাস্তা সংস্কারে উপজেলা প্রসাসনের সহযোগিতা পেলে কৃষকরা অনেক উপকৃত হবে। এ ব্যাপারে প্রসাসনের সুদৃষ্টি কামনা করি।