ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাল্টিমিডিয়া ও অনলাইন বিষয়ক মতবিনিময় সভা ও জেলা শিক্ষক অ্যাম্বাসেডর মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ বেগকে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (৯ মার্চ) সকালে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। জেলা শিক্ষক অ্যাম্বাসেডর প্রভাষক বাকির আহমেদ হামিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মতিয়ার রহমান, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ।
সহকারী শিক্ষক সামছুন নাহার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রভাষক মুহম্মদ জাহিদুল হক, প্রভাষক মোহাম্মদ গোলাম কিবরিয়া, শিক্ষক মিল্টন বিশ্বাস, মাইনুল হোসেন, আরিফুল ইসলাম, আব্দুল বাসেত, আসাদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা নবীনগরকে আইসিটিতে সমৃদ্ধ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক নৈতিক ও মূল্যবোধ অর্জনে শিক্ষকদেরকে কাজ করার নির্দেশনাসহ বিশেষ অনুরোধ জানান।