করোনাকালের অনন্য সেবার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রদত্ত “অমর একুশে স্মারক সম্মাননা-২০২২” পেয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।
চসিক আয়োজিত অমর একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি, তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি এবং অনুষ্ঠানের সভাপতি সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী সংগঠনের যুগ্ন মহাসচিব ও করোনার বিশেষ সেবা প্রদান টিমের প্রধান এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার এবং তার টিমের হাতে এই সম্মাননা এবং চসিক সনদপত্র তুলে দেন।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুল ইসলামসহ অন্য অতিথিরা মঞ্চে ছিলেন।