খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিনের বিরুদ্ধে সরকারী প্রকল্পের নানা অনিয়ম ও আশ্রয়ণ প্রকল্পের ১.২.৩ এর পর্যায়ে মোট ৯৪৩টি গৃহ বরাদ্ধ দানে গৃহ নির্মানে ব্যাপক অনিয়ম,দূর্নীতি অভিযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয় বরাবরে একটি অভিযোগ দাখিল করেন স্থানীয় এক কৃষক মোঃ ফজলুল হক, পিতা-মুত হোসেন আলী,সাং ময়রখীল।
মোঃ ফজলুল হক জানান সরকারী ঘর নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগে আমি সাধারন কৃষক গত ২৮ ফেব্রুয়ারি ডাক যোগে একটি অভিযোগ পাঠাই, তাহা রিসিপ হইল ২৫ফেব্রুয়ারি।
আমার কাছে খুসি লাগছে যে আমার আবেদন খানা গ্রহন করেছে। ব্যবস্থা নেওয়ার মালিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই ব্যাপারে নানা গুনজন চলছে। সাধারন কৃষক মোঃ ফজলুল হকের আবেদন গ্রহন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়, ডাকগ্রহণ ও বিতরণ শাখা।
ইতি মধ্য গত ১১ মার্চ লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসারের বিদায় হয়েছে। অনেকেই গুনজন করছেন এই আবেদনে বিদায় হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিদায় অনুষ্টানে জানান সরকারী আদের্শ অনুসারে এই বিদায়।
অনিয়মের ব্যাপারে নির্বাহী অফিসারের পক্ষে বিপক্ষে মানববন্ধন ও পথ সভা হয়। এক প্রশ্নের জবাবে বলেন আমি যদি অনিয়ম করে থাকি আমার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমার বিরুদ্ধে একটি মহল বিভিন্ন দপ্তরে নামে বে নামে অভিযোগ করে আসছে।
আলী আহম্মদ, পিতা- মমতাজ উদ্দিন সাং ময়রখীল সাংবাদিকদের বলেন এই নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আমাকে বিনা দোষে ১৫ দিন জেলা হাজতে পাঠিয়েছেন। আমার অপরাধ আমি সরকারী ঘর সঠিক বন্ট, কাজ ভালো হচ্ছে না, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমার মত আরো অনেকেই আছেন এম জেল খাটা লোক।
লক্ষীছড়ি উপজেলার সাবেক নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন অনেক খারাপ লোক তার বিরুদ্ধে অনেক অভিযোগ দিয়েও কোন ফল ফাইনি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে অবেদন দিয়েছে দেখা যাক কি হয়।