চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি বসত ঘর।
শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত দেড়টার সময় নলুয়া ইউনিয়নের ৯নং দক্ষিণ মরফলা মুন্সির বাপের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন আবদুস সালামের ছেলে দিদারুল আলম ও মঞ্জুরুল আলম, আবদুল মাবুদের ছেলে নুর মোহাম্মদ, শের মোহাম্মদ ও নুরুল আলম, মৃত নজির আহমদের ছেলে আবদুল খালেক ও আবদুল মালেক, আবদুল জব্বারের ছেলে জাকির হোসেন এবং সিদ্দিক আহমদের ছেলে সামসুল ইসলাম।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন জানান, সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দেড়ঘণ্টা পর রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওইসব পরিবারের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।