মধ্যপ্রাচ্যের দেশ ওমানস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি রেমিটেন্স যোদ্ধা সিআইপি ইয়াছিন চৌধুরীকে সংবর্ধিত করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল ২৪ মার্চ বৃহস্পতিবার সকালে পৌরসভার কার্যালয়ে এ সংর্বধনা দেওয়া হয়। স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদানের জন্য এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী রাশেদ, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।
এ সময় মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, সিআইপি ইয়াছিন চৌধুরী রাউজানের সম্পদ। প্রবাসে বাংলাদেশীদের জন্য তিনি ব্যাপক অবদান রেখেছেন। তিনি রাউজানের সাংসদের নিদের্শনায় উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে। সংবর্ধিত অতিথি সিআইপি ইয়াছিন চৌধুরী বলেন, প্রবাসীদের জন্য ও জম্মভূমির জন্য কিছু করতে পারলে আমি আনন্দিত হই। নিজের দায়িত্ববোধের অংশ হিসাবে মানুষের কল্যাণে কাজ করাই ধর্ম। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী আমাকে মানবিকতা শিখিয়েছেন। তিনি রাউজানকে নিজের মনের মত করে পিংক, গ্রীণ ও ক্লিন রাউজান করেছেন। উনার দেখানো স্বপ্ন বাস্তবায়নে রাউজানে কাজ করতে চাই। তিনি রাউজান পৌরসভার মেয়র এর অপচনশীল বর্জ্য কেনার মাধ্যামে পরিচ্ছন্ন পৌরসভা গড়ার জন্য ধন্যবাদ জানান। সংবর্ধনা অনুষ্ঠানে সিআইপি ইয়াছিন চৌধুরীকে জাতীয় পতকা উপহার প্রদান করেন মেয়র জমির উদ্দিন পারভেজ।