মাওলানা হাফেজ উমর ফারুক নামীয় এক তরুণ আলিম আকস্মিক মৃত্যুবরণ করেছেন।
গত রাত নয়টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
হাটহাজারী উপজেলা ফতেপুর ইউনিয়ন জোবরা সিকদার পাড়ায় তার বাড়ি। মাত্র তিনদিন পূর্বে হাটহাজারী মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা সম্পন্ন করেছেন তিনি। সকাল এগারোটায় জানাযা নামাজ অনুষ্ঠিতের পর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে আজ।
হাটহাজারী মাদরাসা থেকে সদ্য পরিক্ষা সমপন্নকারী এই তরুণ আলেমের শারিরিক কোনো জটিলতা ছিলোনা, কোনো অসুস্থতা ছিলোনা, আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ সহপাঠিরা।
তার এক সহপাঠি বলেন- ‘ খবরটা শুনে গা শিউরে উঠেছিলো, মৃত্যুর জন্য আসলেই কোনো বয়স নির্ধারিত নেই ‘ তা আরেকবার স্মরণে আসলো।’