চট্টগ্রামস্থ হাটহাজারী পৌরসভার উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হাটহাজারী পৌরভবন প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলমের সভাপতিত্বে ও সচিব বিপ্লব মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও গৌবিন্দ প্রসাদ মহাজন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) মোঃ আমির হোসেন।
পৌর সহায়ক সদস্যদের মধ্যে মো. আলী আজম, মো. জাফর, সাহেদুল হক খোকন, সামশুল আলম, বশির আহমদ, মো. আজম উদ্দিন, মোহাম্মদ কাশেম প্রমূখ।
আলোচনা সভার পর স্থানীয় শিল্পীদের পরিচালনায় অনুষ্ঠিত/গাওয়া দেশাত্মবোধক গান তথা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছে উপস্থিত সকলে।