1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে গভীর রাতে লবণ মাঠের লক্ষাধিক টাকার পলিথিন লুট! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

খুটাখালীতে গভীর রাতে লবণ মাঠের লক্ষাধিক টাকার পলিথিন লুট!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২০৬ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে রাতের অাধারে লক্ষাধিক টাকার মাঠের পলিথিন লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় দু’টি পক্ষ ঘের ইজারা নিয়ে দন্ধের জের ধরে এমনতর ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী একাধিক লবণ চাষী।

তবে লবণ উৎপাদনের ভর মৌসুমে লাখ টাকার পলিথিন লুটে নেওয়ায় চরম দিশেহারা হয়ে পড়েছে ঐ লবণ চাষী।
এতে ঐ লবণ চাষীর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খুটাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর ফুলছড়ি গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোকতার আহমদ।

শনিবার (২৬ মার্চ) ভোর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি বড় নাইফরঘোনাস্থ লবণ মাঠে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আজিম লবণ মাঠের পলিথিন লুটের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসী সম্পুর্ন গায়ের জোরে একেরপর এক ঐ চিংড়ি ঘেরের লবণ মাঠে লুটপাট ও তান্ডব চালিয়ে আসছে। সংঘবদ্ধ ঐ অস্ত্রধারীদের কাছে পুরো ফুলছড়িবাসী জিম্মি হয়ে পড়েছে। তাদের তান্ডবলীলায় চিংড়ি ঘেরের লবণ চাষীরা মাঠ চাষে অনিহা প্রকাশ করেছেন। অনেকে আতংকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে থানা প্রশাসনে লিখিত অভিযোগ দেয়া আছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে এলাকার শান্তি শৃংখলা রক্ষায় তিনি প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

জানতে চাইলে ঐ লবণ মাঠের চাষী মমতাজ আহমদ বলেন, রাতের অন্ধকারে আমার প্রায় ৪কানি মাঠের পলিথিন লুট করে নিয়ে গেছে। মাঠের বাঁধ (আইল) কেটে পানি ছেড়ে দিয়ে প্রায় ১শ মন লবণ নষ্ট করে আমাকে পথে বসিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঔ ঘোনায় চলতি মৌসুমে ৪ কানি লবণ মাঠে চাষ করছেন স্থানীয় মোকতার আহমদ। তার নিয়োগকৃত চাষা মমতাজ আহমদ গতকাল সন্ধ্যায় মাঠের কাজ শেষ করে বাসায় ফিরে যান। শনিবার সকালে এসে দেখতে পায় দুর্বৃত্তরা ৪ কানি লবণ মাঠের সম্পুর্ন পলিথিন লুট করে ‘অর্ধ ফুটন্ত’ লবণ নষ্ট করে ফেলেছে। তাৎক্ষনিক বিষয়টি মোকতার আহমদকে জানালে তিনি লবণ মাঠের অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন।

এসময় তিনি বলেন, আমি সামান্য লবণ মাঠ করে সংসার চালায়। কারো সাথে শত্রূতা নেই। কেন কি কারনে আমার মাঠের পলিথিন লুট করেছে আমার বুঝে আসছে না। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধিন জানিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এসব ঘটনা কেহ জানায়নি, লিখিত অভিযোগ পেলে তদন্তপুর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net