1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাহের-মনজুর কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

তাহের-মনজুর কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২০২ বার

১৭ মার্চ ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানসমূহের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত।

আজ ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক মুহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রভাষক এ.কে.এম শাহনাওয়াজ, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ নুরুছাপা, পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক তন্ময় আচার্য্য, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ নাসরাতুল হোসাইন ও ইংরজী বিষয়ের প্রভাষক আজম উদ্দীন। সৈয়দ শামসুল হক রচিত ‘আমার পরিচয়’ শিরোনামের কবিতাটি পাঠ করেন বাংলা বিষয়ের প্রভাষক মিনু রাণী মিত্র।

আলোচনা সভার পরে রচনা প্রতিয়োগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ইসরাত জাহান, সানজিদা আক্তার পামিয়া, প্রমি চৌধুরী এবং চিত্রাংকন প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী আঁখি রানী দেবী, জান্নাতুল তাজরিন প্রিয়া ও প্রমি চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ছালাউদ্দীন। গীতা পাঠ করেন পূজা সাহা।

সভাপতির তাঁর বক্তব্যে বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই আজীবন সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা। তিনি আজীবন জীবনের ঝুঁকি নিয়েছেন। অধিকার হারা মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করায় জীবনের বড় অংশ জুড়ে জেলখানায় ছিলেন তিনি। তাই তিনি কেবল বাংলা নয়, সারা বিশ্বের অবিসংবাদিত নেতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net