1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে এদেশের মানুষের চিম্তারও পরিবর্তন হয়েছে: শিবির সভাপতি জাহিদুর রহমান অনুমোদনহীন সাঙ্গু ট্রমা হাসপাতালে উপজেলা প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা ঈদগাঁওয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় ২৪শের শহীদ সুমনের নামে রাস্তার উদ্বোধন করলেন জামায়াতের প্রার্থী এম বি বাকের ১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ জসিম সভাপতি, মুফিজ সাধারণ সম্পাদক, মোবারক সাঈদ সাংগঠনিক সম্পাদক ঈদগাঁও উপজেলা ক্রিকেটার্স ফোরাম গঠিত নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’ ব্ল্যাক টি, জাফরান, দাবার বোর্ডসহ পুতিনকে মোদির যত উপহার ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

তিতাসে মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৩১ বার

কুমিল্লা তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার চান্দ নাগেরচর মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে। এতে ওই প্রকল্পে থাকা রুই, কাতল, সিং, কই ও কাপজাতীয় প্রায় বারমন মাছ মরে ভেসে উঠেছে। এবিষয়ে প্রকল্পের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মজিবুর রহমান ভূঁইয়াসহ ৫৬জন সদস্য মিলে চান্দ নাগেরচর গ্রামের পশ্চিম পাশে ও গৌরিপুর টু হোমনা সড়কের পূর্ব পাশে আনুমানিক ৪৫ শতাংশ ডোবায় বিভিন্ন প্রজাতির বারমন পোনামাছ অবমুক্ত করে, দুই মাস পর এই মাছ চান্দ নাগেরচর মৎস্য প্রকল্পে অবমুক্ত করা হতো। মঙ্গলবার রাতের কোন একসময় অভিযোগে উল্লেখিত ব্যাক্তিরা মিলে উক্ত প্রকল্পে বিষ প্রয়োগ করে মাছ গুলো নিধন করেছে।

বুধবার সকালে প্রকল্পের পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান প্রকল্পের পরিচালকরা। ওই সময় প্রকল্পের পাড় থেকে বিষের টিউব উদ্ধার করা হয়।

এবিষয়ে প্রকল্পের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া বলেন, চাঁন্দ নাগেরচর গ্রামবাসীর যৌথ উদ্দ্যোগে গ্রামের দক্ষিণ চক, মধ্য চক ও গৌরচক মিলিয়ে ৩৫০ কানি জমিতে চাঁন্দ নাগেরচর মৎস্য প্রকল্প নাম করন করে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করি এবং বিভিন্ন প্রজাতির বারমন পোনামাছ একটি ডোবায় অবমুক্ত করলে, একই গ্রামের মোবারক মুন্সি জাহাঙ্গীর, সবুজ ও পাশের গ্রাম মৌটুপির জসিম, সবুজ, আকবর ও মনির বেশ কিছু দিন ধরে আমাদেরকে হুমকি দামকি দিয়ে আসছে তারাই বিষ প্রয়োগ করে আমাদের মাছ মেরে ফেলেছে। আমি বাদি হয়ে তাদের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযুক্ত মনির খান বলেন, এই অভিযোগে উদ্দেশ্য মূলকভাবে আমার নাম দিয়েছে, কে বা কারা মাছ মেরেছে আমি জানিনা। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net