ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় জালাল ব্রিকস মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
বুধবার (৩০ মার্চ) ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী থানা পুলিশের সহযোগিতায় মোবাইলকোর্টের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।