চকোরিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭মার্চ) বিকাল তিনটায় প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি এম. জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চকোরিয়া-পেকুয়া প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহরিয়ার মাহমুদ রিয়াদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজবাউল হক, সাবেক সভাপতি আবদুল মজিদ, প্রচার সম্পাদক শাহজালাল শাহেদ ও নির্বাহী সদস্য মোঃ জুনাইদ উদ্দিন।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ জিয়া উদ্দিন ফারুক, সদস্য মুহাম্মদ আবদুল করিম বিটু, রাজু দাশসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।