1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাড়িতে ছাগল আসার ঘটনায় রংপুরে ভাঙচুর ও লুটপাট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

বাড়িতে ছাগল আসার ঘটনায় রংপুরে ভাঙচুর ও লুটপাট

খন্দকার রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার,রংপুর অফিসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৮০ বার

রংপুর নগরীর পূর্ব শালবন বোতলা এলাকায় বাড়িতে ছাগল আসার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী শিমুল।

অভিযোগসুত্রে জানা যায়,গত সোমবার বিকেলে প্রতিবেশী শিমুলের বাড়িতে ছাগল আসার ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার পাপ্পু মিয়ার মিয়া নেতৃত্বে বেশ কয়েকজন লাঠিসোঁটা,লোহার রড,ধারালো ছোরাসহ সংঘবদ্ধ হয়ে শিমুলের বাড়িতে এসে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় শিমুলের স্ত্রী মনিকা ও ছোট ভাই সিয়াম প্রতিবাদ করলে পাপ্পু মিয়ার সঙ্গী পলাশ, বাবলু মিয়া, নুর নাহার, শামসুন্নাহার,নিরব, সুমন, আরজু বেগম ও শাহ জাহান বাবুসহ অজ্ঞাত কয়েকজন তাদের ওপর চড়াও হয়। ভয়ে শিমুলসহ পরিবারের অন্য সদস্যরা বাড়ির প্রবেশদ্বার বন্ধ করে ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে পাপ্পু ও তার সঙ্গীরা তাদেরকে টেনেহেঁচড়ে বাড়ির উঠানে এনে লাঠিসোঁটা ও রড দিয়ে মারাত্নকভাবে যখম করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং ঘরের আলমারি ভেঙ্গে ২ লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নবী ফুলু বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করেছি। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net