মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৩৪০জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এস. রহমান ট্রাস্টের উদ্যোগে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এস.রহমান ট্রাস্টের সদস্য সাবেদুর রহমান সমুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল এই সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন,মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার সহ প্রমুখ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল তার বক্তব্যে বলেন, কোভিডের মধ্য মানসিকতা ঠিক রেখে পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া কষ্টসাধ্য। সেই কষ্ট সহ্য করে মীরসরাইয়ের অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। তাই আমি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ এসএসসিতে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি।
এই সময় উপজেলার ৩৪০ জন জিপিএ -৫ প্রাপ্ত র্শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।