চট্টগ্রামের হাটহাজারী মেখল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, প্রীতি ফুটবল ম্যাচ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং বীর শহিদ মুক্তিযোদ্ধাগণের জন্য দোয়া ও মোনাজাত শেষে আলোচনা সভা ও দিনব্যাপী নানান কর্মসূচি পালনের মাধ্যমে মেখল ইউনিয়ন পরিষদ ও মেখল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মুহিবুল হকের সঞ্চালনায় দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইছা আহমদ।
বক্তব্যে সালাহউদ্দিন চৌধুরী চেয়ারম্যান বলেন- আমরা একটা স্লোগান বেশি বেশি প্রচার করে জনগণের নিকট পৌঁছে দিতে হবে, তা হলো- জয় বাংলা’। এটি এখন জাতীয় স্লোগান।
যে সকল লোক এই স্লোগান উচ্চারণে ইতস্তত করবেন বা এড়িয়ে যাবেন, ধরে নিতে হবে তারা বাংলাদেশের মানচিত্রে বিশ্বাসী নয়”।
ইউপি সদস্যগণ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীবৃন্দ এবং মেখল ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা এতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন। এজন্য চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানিয়েছেন।