চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত এবং ৫জন আহত হয়েছেন।
আজ সকালে অক্সিজেন-কাপ্তাই সড়কের হাটহাজারী বুড়িশ্চর নজুমিয়াহাট এলাকায় সড়কে দাড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে চলন্ত একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে ওই ৬জনই ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরে তৌহিদুল আলম আসিফ (২৪) নামীয় এক যুবক মারা যায়, অন্যরা চমেকের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন বলে জানান নজুমিয়াহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান।
জানা যায়, নিহত তৌহিদ আলমের পরিবারের অন্যদের নিয়ে প্রাইভেটকারে রাউজানের বাড়িতে ফিরছিলেন। এদিকে ঘটনার পর পালিয়েছেন কাভার্ডভ্যানের চালকও।
এদিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী বোর্ড স্কুল এলাকায় বিকেলে মর্মান্তিক দূর্ঘটনায় নিহত হয়েছেন- এক নারী। এতে তার দুই শিশু সন্তান আহত হয়েছে।
মৃতের নাম ঝিনু আকতার (৩০), তিনি মেখল ইউনিয়নের রুহুল্লাপুর হাদী চান্দের বাড়ি নিবাসী। সাথে আহত হয়েছে তার ছোট দুই সন্তান। একজনের বয়স সাত বছর, আর একজনের বয়স দুবছর।
নিহতের নিকটাত্মীয়, প্রাক্তণ ছাত্রনেতা তারিকুল কালাম তুহিন বলেন- এতদঞ্চলের সড়কগুলো দিন দিন মৃত্যুস্থানে পরিনত হচ্ছে”
অপরদিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী কলেজ গেট এর অদূরেই নাপিতের ঘাটা এলাকায় একটি মোটরসাইকেলের সাথে ট্রাকের বিপরিতমুখি সংঘর্ষে বাইকচালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।