ষড়যন্ত্রমূলক আইনি জটিলতায় নানা প্রতিবন্ধকতার পর চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী শপথ নিয়েছেন। তিনি আজ বুধবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান এম এ মান্নান চৌধুরী কে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ উল্লাহ মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, চাতরী ইউপি চেয়ারম্যান আলতাফ উদ্দিন চৌধুরি সোহেল, জুঁইদন্ডী ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোহাম্মদ হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।