খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রান্তিক চাষিদের মাঝে প্রনোদনার সার, বীজ, স্প্রে মেশিন বিতরন করা হয়েছে।
সোমবার সকাল দশটায় গুইমারা উপজেলা পরিষদ কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন করের সঞ্চালনায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উষ্যেপ্রু মারমা। এসময় বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা কৃষি অফিসার ওঁঙ্কার বিশ্বাষ।
আসন্ন আউশ মৌসুমের লক্ষমাত্রা অর্জনের লক্ষে উপজেলার গুইমারা, হাফছড়ি, ও সিন্দুকছড়ি ইউনিয়নের মোট ৪০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫৪ হেক্টর জমির জন্য প্রতিজনকে ২০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি ও ৫ কেজি পরিমান আউশের ধানবীজ বিতরন করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, উপজেলা কৃষি সম্প্রসারন কৃমকর্তা জ্যোতি কিশোর বড়ুয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম বিশ্বাষ, মুজিবর রহমান, উষাচিং মারমা প্রমুখ।