চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দ্বিতীয় ধাপে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু তাহের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সচিব মো: রুহুল আমিন মজুমদার, ইউপি সদস্য জামাল উদ্দিন, কাজী জাবেদ, টিসিবি ডিলারের পক্ষে শরীফুল ইসলাম প্রমুখ।
চেয়ারম্যান মো: আবু তাহের বলেন, টিসিবি ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরকার কর্তৃক দেশব্যাপী এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে করোনাকালে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন ৩৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী। তাদের সবাই পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’। এ ছাড়া নতুন যুক্ত হয়েছে আরও ৬১ লাখ ৫০ হাজার পরিবার। একজন কার্ডধারীকে রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফায় টিসিবির পণ্য দেয়া হয়েছে। তারই আলোকে চিওড়া ইউনিয়নে ৯৪৭ জন কার্ডধারীদের মধ্যে ভর্তুকি মুল্যে ১১০ টাকা দরে ২ লিটার তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৫০ টাকা দরে ২ কেজি ছোলাসহ মোট ৫৬০ টাকার প্যাকেজ বিতরণ করা হয়। প্রথম ধাপে তিনটি পণ্য থাকলেও দ্বিতীয় ধাপে এর সাথে ও ছোলা যুক্ত করা হয়েছে। এ সময় তিনি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।