কুমিল্লার দেবিদ্বারে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল এর উদ্যোগে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) উপজেলা সদরে নিউ মার্কেট এলাকায় অসহায়, পথচারী, সিএনজি ও দূরপাল্লার যানবাহনের চালকদের মাঝে ঘুরে ঘুরে এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক সদস্য জিএস আবুল খায়ের, পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী সুমন, আবুল হোসেন, নাজিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবলীগ নেতা সোয়েব, খলিল, বাবুল, পৌর ছাত্রলীগের সভাপতি সাব্বির আহম্মেদ, কলেজ ছাত্রলীগের আহব্বায়ক নুরউদ্দিনসহ আরো অনেকে।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল বলেন, দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা মাননীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর অনুপ্রেরণায় এ ক্ষুদ্র আয়োজন।