ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটি বিষাড়া গ্রাম সংলগ্ন তিতাস নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইলকোর্ট অভিযান
পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে থানা পুলিশের সহযোগিতায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আলোকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্ট সবকিছু জব্দ করে মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করে নবীনগর থানার জিম্মায় রাখা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।