1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়ি থেকে অপহৃত ব্যবসায়ীর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ফখরুলের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের বৈঠক ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’ শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের এনটিআরসিএ ঘেরাও

মানিকছড়ি থেকে অপহৃত ব্যবসায়ীর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১৮৭ বার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার খাড়িছড়া এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মো. আবদুল কাদেও অপহৃণের ১৬দিন পেরিয়ে গেলেও এখনো তাকে মুক্তি না দেওয়ায় এবং পাহাড়ে সকল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠিকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলকক শাস্তির জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের মহামুনি বাসস্টেশন থেকে নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, বাজার ব্যবসায়ী ও উপজেলার সাধারণ মানুষের উপস্থিতিতে বিশাল বিক্ষোভ মিছিল আমতলা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা নাগরিক পরিষদের সহ-সভাপতি মো. মোকতাদের হোসেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নাগরিক পরিষদের কেদ্রীয় সভাপতি কাজী মো. মজিবুর রহমান। এ সময় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুজ্জামান ডালিম, উপজেলা কমিটির সভাপতি মো. সাহাব উদ্দীন, সাধারণ সম্পাদক মো. কাওসার হোসেন প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে নাগরিক পরিষদের কেদ্রীয় সভাপতি কাজী মো. মজিবুর রহমান বলেন, পার্বঞ্চলের সাধারণ ও শান্তিপ্রিয় জনগোষ্ঠীকে পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রেও মূখে গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজি করে এখানে ত্রাসের রাজত্ব কায়েম করছে। যা আর হতে দেওয়া যাবে না। এখন থেকে ওই সন্ত্রাসীদের সকল অপকর্মের বিরুদ্ধে কঠোর আন্দালন গড়ে তুলতে হবে। তাছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে মানিকছড়ি থেকে অপহৃত ব্যবসায়ী কাদেরকে মুক্তি না দিয়ে তিন পার্বত্য জেলার সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ করে দেয়ারও হুশিয়ারি দেন তিনি। ফলে আবারও রাজপথে আসবে শান্তিপ্রিয় বাঙ্গালী ও নিরীহ পাহাড়ী জনগোষ্ঠী।

তিনি আরও বলেন, এই পার্বত্যাঞ্চলসহ বৃহত্তর চট্টগ্রাম, ফেনী, ভারতের মিজোরাম, আসাম ও মেঘালয়কে নিয়ে জুমল্যান্ড গড়ার স্বপ্নও দেখছে স্বাধীনতা বিরোধী সন্তু লারমা। অথচ আ.লীগ সরকার তাকে লাল-সবুজ পতাকাবাহী গাড়ী, বাড়িসহ সরকারি নানা সুযোগ-সুবিধা সে ভোগ করছেন। গত কয়েক বছরে তিন পার্বত্য জেলার প্রায় অর্ধশত বাঙ্গালী নেতাকে অপহরণ করে হত্যা করেছে। যার মধ্যে গত বছরের ২৩ মে মানিকছড়ি উপজেলার বাটনাতলীর লাল টিলা নামক এলাকা থেকে প্রবাসী পুত্র সাগরকে ইউপিডিএফের (প্রসীত) পরিচয়ে অপহরণ করার এক বছর পেরিয়ে গেলও তার সন্ধান নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। অন্যদিকে গেল গত ৫ এপ্রিল কাদের অপহৃতের ১৬ দিন অতিবাহিত হলেও এখনো তাকে মুক্তি দেয়নি সন্ত্রসীরা। তাই অনতিবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয় সমাবেশ থেকে।

সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net