1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাঁস-মুরগি লালন-পালন না করার পরামর্শ দেলেন প্রাণিসম্পদ কর্মকর্তা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

হাঁস-মুরগি লালন-পালন না করার পরামর্শ দেলেন প্রাণিসম্পদ কর্মকর্তা

মোঃ আনোয়ারুল আজিম কুমিল্লা প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২১৮ বার

আজ মঙ্গলবার (১৯/০৪/২০২২ ইং)বেলা ১২:৩০ মিনিটের দিকে কুমিল্লার লাকসাম উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গৃহপালিত পশুর চিকিৎসা সেবা নিতে আসেন,পার্শ্ববর্তী লালমাই উপজেলার শানিচৌ গ্রামের বাসিন্দা ইয়াসমিন আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, ইয়াসমিন আক্তার তার গৃহপালিত পশুর সমস্যার কথা কর্তব্য রত উপ-প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারি কর্মকর্তা মোঃ শাহাব উদ্দিন এর কাছে বিস্তারিত জানালে,তিনি ব্যবস্থাপত্রে কিছু ঔষুধ লিখে দেন, এবং বলেন, এই ঔষুধগুলো আমাদের এখানে নেই, আপাকে বাহিরের কোন ফার্মেসি থেকে কিনে নিতে হবে।তারপর ইয়াসমিন আক্তার বিভিন্ন ফার্মেসি ঘুরে কিছু ঔষধ সংগ্রহ করেন, আরো কিছু ঔষধ পাওয়া যায়নি,! কিছু ঔষুধ নিয়ে ফের ছুটে আসেন,প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা শাহাব উদ্দিনের কাছে ঔষুধ কিভাবে ব্যবহার করবে ও ঔষধের ব্যবহার বিধি সম্পর্কে জানতে চাইলে, একপর্যায়ে উপ প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা শাহাব উদ্দিন উত্তেজিত হয়ে ইয়াসমিন আক্তার নামে ঐ সেবাগ্রহীতাকে ঝাড়ি দেন,এনিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়,একপর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-কর্মকর্তা শাহাব উদ্দিন বলেন,আপনার হাঁস মুরগি লালন পালন করার দরকার নাই,ঘরে গিয়ে শুয়ে থাকেন,আল্লাহ্ (সৃষ্টিকর্তা) খাওয়াইব।

হাঁস-মুরগি লালন-পালন না করার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে সেবাগ্রহীতা ইয়াসমিন আক্তার ক্ষোভ প্রকাশ করেন এবং লাকসাম প্রাণিসম্পদ অধিদপ্তর এর সার্জনের কাছে লিখিত অভিযোগ দিতে সার্জনের কক্ষে গেলে তাকে পাওয়া যায়নি পরবর্তীতে তিনি জানতে পারেন,সার্জন প্রশিক্ষণে আছেন,

এ বিষয়ে জানতে চাইলে, অভিযুক্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা শাহাব উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এমন কিছুই বলিনি সবই সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট,আমি শুধু বলেছি ভ্যাকসিন না নিয়ে ঔষধ দেওয়া যাবেনা।

উল্লেখ্য,
এর আগেও গত ৩ এপ্রিল ভুক্তভোগী ইয়াসমিন আক্তার সেবা নিতে আসলে অভিযুক্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা (স্বাস্থ্য)শাহাবুদ্দিনের সঙ্গে দুজনের বাকবিতণ্ডা হয়েছে,

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net