মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র পরিবারের মাঝে ইফতার, ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৩ এপ্রিল বুধবার রশিদর পাড়া হাটখোলা বিল এলাকায় আয়োজিত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল নবী মেম্বার। প্রধান অতিথি ছিলেন ৭নং রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাংবাদিক শফিউল আলম, ৭নং রাউজান সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন,আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল,নুরুল আলম চৌধুরী,ফোরখান চৌধুরী, হাফেজ রিদুয়ান,হাফেজ আকতার হোসেন, মাওলানা নিজাম উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন আল্লামা ছালে আহম্মদ আল কাদেরী।