কুমিল্লার চৌদ্দগ্রামে সনপুর-পাতড্ডা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ৩০টি অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, খেসারিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল।
শুক্রবার (৩১ মার্চ) সকালে উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, উপদেষ্টা সোলায়মান মিয়াজী, পেয়ার আহম্মদ খাঁন, পরিচালক ইকবাল হোসেন জনি, মাঈন উদ্দিন বিপু, সদস্য মীর হোসেন, এমএইচ রাকিব, আরিফ হোসাইন, মাহমুদ সামিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।