কুমিল্লার দেবিদ্বারে মোহনা আবাসিক এলাকার যুব সমাজের উদ্যোগে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় ২২ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
এ ছাড়া সহীহ কোরআন শিক্ষা গ্রহণ করায় ৪৫ জনকে সম্মাননা ক্রেস্ট এবং রমজান মাসে কোরআন খতম দেওয়ায় আরও ৬ জনকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় দেবিদ্বার হাজী আবিদ আলী হিলফুল ফুজুল আদর্শ বিদ্যালয় মাঠে এ পুরস্কার দেওয়া হয়।
মো. শরীফুল ইসলাম বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মোল্লা নাজিম উদ্দিন।
তিনি বলেন, বর্তমান সময়ে আকাশ সংস্কৃতির ছোঁয়ায় আমাদের শিশু-কিশোররা ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। তাই শিশু কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে আয়োজকদের এমন একটি ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানাই।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শাহীদ। আরো বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম মোর্শেদ, মাওলানা নুরুল হুদা, হুমায়ুন কবীর, খোরশেদ আলম মাস্টার, সুলতান আহমেদ সরকার, জসিম উদ্দিন, মো. আনিছুর রহমান, মো. খলিলুর রহমান প্রমুখ।
মাওলানা মোল্লা নাজিম উদ্দিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান যে কারণে পুরস্কার পেলেন সেটির ধারাবাহিকতা রক্ষা করতে সন্তানদের সহযোগিতা করুন, আপনি নিজেও নামাজি হোন, পরিবারকেও নামাজি করুন।
তিনি আয়োজকদের এ ব্যতিক্রমী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।