পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও রামগড় ৪৩ বিজিবি’র ব্যবস্থাপনায় দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় রামগড় ৪৩ বিজিবি’র জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর সৈয়দ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জোন এলাকার অসহায় ও দুস্থ ৭৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী গুলো বিতরণ করেন।
এসময় তিনি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় অসহায় মানুষদের সহায়তা করে আসছে। আগামীতেও এধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি মহামারি করোনা ভাইরাস নির্মূলে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলারও আহবান জানান।
ত্রাণ বিতরণকালে রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ সহ, বিজিবির কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।